Khoborerchokh logo

কেউ তাদের টেরিটরিতে আমাকে জায়গা দিতে চান না ! 450 0

Khoborerchokh logo

ছবি: তসলিমা নাসরিন

    খবরের সময় ডেস্ক:

    পদ্য লেখকরা আমাকে বলেন,তুমি গদ্যটা ভালো লেখো। গদ্য লেখকরা বলেন, তুমি পদ্যটা ভালো লেখো। এর মানে কেউ তাদের টেরিটরিতে আমাকে জায়গা দিতে চান না। আমার পদ্য যে পাঠকেরা ভালোবাসেন, লক্ষ্য করেছি, প্রেমের পদ্য ভালোবাসেন। প্রেম না করলে ভালো প্রেমের কবিতা লেখা যায় না। চরম বিরহে চুরমার না হয়ে গেলে ভালো বিরহের কবিতাও লেখা যায় না। গদ্য সারা বছর লেখা যায়। দুনিয়ায় কী হচ্ছে না হচ্ছে চোখ কান খোলা রাখলেই চলে।ভাবছি নতুন কিছু প্রেমের কবিতা লিখবো। কল্পনার কোনো প্রেমিকের সঙ্গে না হয় প্রেম করবো। কল্পনার প্রেমিক রক্তমাংসের প্রেমিকের চেয়ে ঢের ভালো। একবার কবিতা লেখা হয়ে গেলে কাকে ভেবে লিখেছি সে কবিতা, তা গৌণ হয়ে যায়। চিরকালই, প্রেমিকের চেয়ে প্রেম বড়, মানুষের চেয়ে মানুষের জন্য অনুভব বড়।ফেসবুক থেকে সংগৃহিত



    সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
    যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com